বিভিন্ন দেশের জাতীয় খেলা

(১)  আফগানিস্তানের জাতীয় খেলা বক্সিং।
(২)  আলবেনিয়া জাতীয় খেলা  ফুটবল।
(৩)   অ্যান্ডোরা জাতীয় খেলা স্কিং।
(৪)  অ্যাঙ্গোলা জাতীয় খেলা ফুটবল ও বাস্কেটবল।
(৫) অ্যন্টিগুয়া অন্ড  বারবুডা জাতীয় খেলা ক্রিকেট।
(৬) আর্জেন্টিনা জাতীয় খেলা ফুটবল।
(৭) আর্মেনিয়া জাতীয় খেলা ফুটবল। 
(৮)  অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট।
(৯) অস্ট্রিয়া জাতীয় খেলা আলপিন  স্কিং।
১০।  আজারবাইজান জাতীয় খেলা দাবা।
১১।  বাহামাসের জাতীয় খেলা ক্রিকেট।
১২।  বাহরাইনের জাতীয় খেলা ফুটবল। 
১৩।   বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। 
১৪।  বার্বাডোজের জাতীয় খেলা ক্রিকেট।
১৫। বেলারুশের জাতীয় খেলা ফুটবল ও হকিং।
১৬। বেলজিয়ামের জাতীয় খেলা সাইক্লিং।
১৭। ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি।
১৮। ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল। 
১৯। যুক্তরাজ্যের জাতীয় খেলা ক্রিকেট ও ফুটবল। 
২০। তাইওয়ানের জাতীয় খেলা বেসবল।
২১। জার্মানির জাতীয় খেলা ফুটবল। 
২২। গ্ৰিসের জাতীয় খেলা ফুটবল। 
২৩। গায়ানার জাতীয় খেলা ক্রিকেট।
২৪। ঘানার জাতীয় খেলা ফুটবল
২৫। হাঙ্গেরির জাতীয় খেলা ফুটবল ও ওয়াটার পোলো। 
২৬। ভারতের জাতীয় খেলা হকি ও কাবাডি।
২৭। নিকারাগুয়ার জাতীয় খেলা বেসবল। 
২৮। পানামার জাতীয় খেলা বেসবল।
২৯। মালয়েশিয়ায় জাতীয় খেলা ব্যাডমিন্টন। 
৩০। বলিভিয়া জাতীয় খেলা ফুটবল। 

No comments

Powered by Blogger.